Saturday, August 30, 2025
HomeScrollডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ও ব্ল্যাক মেল

ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণা ও ব্ল্যাক মেল

রাজারহাট: ডেটিং অ্যাপে (Dating App) মহিলাদের গলায় ফোন ও ভিডিও কল করে প্রতারণা ও ব্ল্যাক মেল (Cheating and Black Mail on Dating Apps) করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ এর ভিত্তিতে গ্রেফতার ওয়াসিম আলি নামে এক যুবক। অভিযুক্তকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ। রাজারহাট থানায় গত ৩ জানুয়ারি কলকাতার বাসিন্দা এক যুবক অভিযোগ দায়ের করে যে ডেটিং অ্যাপ এর মাধ্যমে একটি মেয়ের সঙ্গে আলাপ হয়। এরপর ওই মেয়েটি অভিযোগকারীকে রাজারহাট এলাকায় ডাকে। যখন এখানে আসে তখন ওই যুবককে থ্রেট করে ভয় দেখিয়ে প্রায় ২৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেই অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ তদন্ত শুরু করে।

ধৃতের নাম মহম্মদ ওয়াসিম আলী, রাজারহাট থানা এলাকার রাইগাছির বাসিন্দা। ঘটনার তদন্তে নেমে ওই মহিলাকন্ঠী একজন যুবক। যে রাজারহাট থানা এলাকার বাসিন্দা। জিজ্ঞাসবাদে জানতে পারে অভিযুক্ত যুবক যে মহিলাদের গলায় ফোন করে ও মহিলা সেজে প্রতারণা ও ব্ল্যাক মেল করতো। এটা গত দু বছর ধরে করে আসছে। তদন্ত করে দেখা গেছে এই কেসে অনেকেই আছে যারা প্রতারিত হয়েছে। ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল তৈরি করে। সেই তথ্যের উপর ভর করে বেশ কিছু ডিটেলস বেরিয়ে আসে। এবং তাদের সঙ্গে আলাপ করতে থাকে কখনও ফোন কল বা ভিডিও কল করত। গতকাল অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেকআপ কিট কিছু ফেক চুল উদ্ধার হয়েছে যেগুলো দিয়ে সে মহিলা সাজতো সেগুলো সিজ করা হয়েছে। যখন ভিডিও কল হতো তখন বেশ কিছু ছবি শেয়ার করা হতো। স্কিন শট নিয়ে ব্ল্যাক মেল করতো। ইতিমধ্যেই ব্যাঙ্গালোরেরও যোগ পাওয়া গেছে। যেখানে এই যুবক কয়েকজনকে প্রতারিত করেছে।

আরও পড়ুন: পার্শ্বশিক্ষকের সম্প্রসারক হতে চাওয়ায় আইনি বাধা নেই: হাইকোর্ট

অন্য খবর দেখুন

Read More

Latest News